ব্রাহ্মণবাড়িয়া নিউজ টুয়েন্টিফোর

রেকর্ড জয় দিয়ে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

  • ২১ অক্টোবর ২০২১, ১১:০৪ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে ৮৪ রানের বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ।

এর আগে টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৭১ রানের ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ১৭২ রানের বিশাল ব্যাবধানে জয় পায় শ্রীলংকা।

বৃহস্পতিবার বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে গ্রুপ পর্বের নবম ম্যাচে বড় ব্যবধানে জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

এদিন আমিরাতে আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে বাংলাদেশ।

দলের হয়ে ২৮ বলে ৩ চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ৩৭ বলে তিন ছক্কায় ৪৬ রান করেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

২৩ বলে এক চার ও এক ছক্কায় ২৯ রান করে ২৯ রান করেন ওপেনার লিটন দাস। ১৪ বলে ২১ রান করেন আফিফ হোসেন।
ইনিংসের শেষ ওভারে রীতিমতো তাণ্ডব চালান মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ ওভারেই ২০ রান আদায় করে নেয় বাংলাদেশ।

সাইফউদ্দিন মাত্র ৬ বলে এক চার আর দুই ছক্কায় করেন অপরাজিত ১৯ রান। তার কারণেই পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৮১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

১৮২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাপুয়া নিউগিনি।

ইনিংসের তৃতীয় ওভারেই ব্রেক থ্রু উপহার দেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন পাপুয়া নিউগিনির ওপেনার লিগা সিকা।

চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান তাসকিন আহমেদ। তার দ্বিতীয় বলে শিকার হয়ে ফেরেন পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা।

পঞ্চম ওভারে বোলিংয়ে এসে পাপুয়া নিউগিনি শিবিরে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। তার শিকার হয়ে ফেরেন চার্লস আমিনি ও সাইমন আতাই। নবম ওভারে বোলিংয়ে এসে সাকিব ফেরান সিস বাউকে।

৯.২ ওভারে দলীয় ২৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নরম্যান ভানুয়াকে ফেরান অফ স্পিনার মেহেদি হাসান।
ইনিংসের ১১তম ওভারে বোলিংয়ে এসে হিরি হিরিকে সাজঘরে ফেরান সাকিব।  এদিন ৪ ওভারে মাত্র ৯ রানে ৪ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। চলতি বিশ্বকাপে এটাই সেরা বোলিং ফিগার।

এদিন ৪ উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড ৩৯ উইকেট শিকার করা পাকিস্তানের কিংবদন্তিকে ছুঁয়ে ফেলেন সাকিব।

দলীয় ৫৪ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে চাদ সোপারকে আউট করে সাইফউদ্দিন।

১৭.৪ ওভারে দলীয় ৮০ রানে রান আউট হয়ে নবম ব্যাটসম্যাস হিসেবে ফেরেন কবুয়া মোরিয়া। পাপুয়া নিউগিনি শিবিরে শেষ পেরেকটি মারেন তাসকিন আহমেদ। ড্যামিয়েন রাভুর বিদায়ের মধ্য দিয়ে  ১৯.৩ ওভারে ৯৭ রানে আলআউট হয় পাপুয়া নিউগিনি।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ টুয়েন্টিফোর

এ জাতীয় আরো পড়ুন :

রাষ্ট্রীয় মর্যাদায় আল-মামুন সরকারের দাফন সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় আল-মামুন সরকারের দাফন সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার আর নেই
ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার আর নেই
প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন: ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপ-কমিটি গঠন
প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন: ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপ-কমিটি…
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
পৈরতলায় র‌্যাবের ক্যাম্প উদ্বোধন করেন র‌্যাবের মহাপরিচালক
পৈরতলায় র‌্যাবের ক্যাম্প উদ্বোধন করেন র‌্যাবের মহাপরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় সাত চিকিৎসককে শোকজ
ব্রাহ্মণবাড়িয়ায় সাত চিকিৎসককে শোকজ
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে, বরাদ্দ ৭,১৮৮ কোটি টাকা
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে, বরাদ্দ…
ব্রাহ্মণবাড়িয়ায় তিন অপহরণকারী গ্রেফতার, দুইদিন পর অপহৃত যুবক উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় তিন অপহরণকারী গ্রেফতার, দুইদিন পর অপহৃত যুবক…