ব্রাহ্মণবাড়িয়া সদরের নন্দনপুর থেকে ২৬,৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
আজ শুক্রবার (১৯ মে) সকালে র্যাবের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানার আবু সাইদ আকিব (২৬) ও বান্দরবান জেলার লামা থানার মো. হেফাজ উদ্দিন (২২)। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১৪ এর স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান, একটি চক্র কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে অভিযান চালায় র্যাব। এসময় সন্দেহজনক মিনি ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চেসিসের ভিতরে কৌশলে লুকিয়ে রাখা ২৬ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে আটক করা হয়। আটককৃতরা দেশের বিভিন্ন এলাকায় মাদক পাচার করে বলে স্বীকার করেছে। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৮০ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন।