ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে বিপুল পরিমাণ আতশবাজিসহ একজনকে আটক করেছে র্যাব ৯, সিপিসি ১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প।
আজ শুক্রবার (২৪মার্চ) ভোরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে নোয়াখালী এক্সপ্রেস ট্রেন থেকে তাকে আটক করা হয়। র্যাবের পক্ষ থেকে লে: কমান্ডার নাহিদ হাসান এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত আব্দুন নুর (২৭) জেলার নাসিরনগর উপজেলার পূর্ববাগ গ্রামের আবু কালামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪ঃ৩০ টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে নোয়াখালী হতে ঢাকাগামী “নোয়াখালী এক্সপ্রেস”ট্রেনে অভিযান চালায় র্যাব। এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় একটি মালবাহী বগি থেকে সময় আনুমানিক ২৬ লক্ষ ২৫ হাজার টাকার বিভিন্ন ধরণের আতশ ও পটকাসহ ১ জনকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে আখাউড়া জিআরপি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।