হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি ডেন্টাল চেক-আপ এবং জনসচেতনতার জন্য ক্যাম্পের আয়োজন করা হয়।
“নাগরিক অধিকার” সংগঠন এর উদ্যোগে আয়োজিত এই আয়োজনের সহযোগিতায় ছিল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।
আজ ১৮ মার্চ শুক্রবার কাজীপাড়া ক্ষণিকা কমিউনিটি সেন্টারে সকাল নয়টা থেকে দুপুর এক ঘটিকা পর্যন্ত এই ফ্রী ডেন্টাল মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক ডাক্তার সাফওয়ান নাবিলের তত্বাবধানে প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের বিজ্ঞ জিপি জনাব ওয়াছেক আলী সকালে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন নাগরিক অধিকারের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল জব্বার মামুন, ট্রাস্টি, রবিউল আলম মানিক, ঝন্টু চৌধুরী, এস এম তৌফিক। আট নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল কাসেম, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সেক্রেটারী আবুল খায়ের, যুবলীগ নেতা খায়ের মিয়া, ছাত্রনেতা মিনহাজ মামুনসহ আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ।