ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের কুঠই গ্রামের একটি পুকুরে নৌকায় খেলার সময় উল্টে গিয়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থীর নাম ঋত্বিক বিশ্বাস (৯)। সে স্থানীয় বাঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও ওই গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অগ্নিশ্বর মজুমদার জানান, বাড়িতে গিয়ে ওই শিক্ষার্থীর লাশ তিনি দেখে এসেছেন। বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটেছে। পুকুরে থাকা একটি নৌকায় খেলার সময় সেটি উল্টে পানিতে পড়ে যায় ঋত্বিক। তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।