ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন নবীপুর গ্রামের আবু হাশেম মিয়ার স্ত্রী জমিলা আক্তার (৬৫) ও তাঁর ছোট বোন লাপাং গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী হেনা বেগম (৬০)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীপুর গ্রামের বাসিন্দা জমিলা আজ সকালে রান্নাঘরে যান। সেখানে খাবার গরম করতে দেশলাই জ্বালাতেই গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন, নবীনগর ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আশঙ্কাজনক অবস্থায় দুই বোনকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে জমিলা আক্তার মারা যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে হেনা বেগমেরও মৃত্যু হয়।
নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরু আজ্জম জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের মৃত্যু হয়েছে। খাবার রান্না করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই মর্মান্তিক।
নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন বলেন, তাঁদের ঘরে গ্যাস সিলিন্ডারে ফুটো (লিকেজ) ছিল। সিলিন্ডার লিকেজ হয়ে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়েছিল। সকালে খাবার গরম করতে গিয়ে দেশলাই জ্বালাতেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দুই বোনের শরীর ঝলসে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে দুজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।