ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে।
শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার কুটি ইউনিয়নের কুটি বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কসবার স্টেশন অফিসার আব্দুল্লাহ মোহাম্মদ খালিদ।
শনিবার সকালে তিনি জানান “কসবা, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আখাউড়া থেকে মোট পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, “আগুনের সূত্রপাত সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। চালের গুদাম, লাইব্রেরি ও তেলের মিলসহ বিভিন্ন পণ্যের ৩০টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।”