ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হতে ৮৯৫০ পিস ইয়াবা ও ১টি প্রাইভেটকার’সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।
আটককৃত ২ মাদক ব্যবসায়ী হলো চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চরম্বা গ্রামের মৃত আব্দুল মোতালেব এর ছেলে মোঃ জসিম উদ্দিন (৩০) এবং রাংগুনিয়া উপজেলার লেচু বাগান এলাকার মোস্তফার স্ত্রী রাশেদা বেগম (৩০)।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৩ নভেম্বর র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ হতে তাদের আটক করে। এ সময় তাদের প্রাইভেটকারের ব্যাক ঢালার ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারের অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ৮৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক আসামীগণ দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।