ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত পরিচয় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুটি পৃথক এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলমনগর সেতুর নিচে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করে বিষয়টি আশুগঞ্জ থানা-পুলিশকে জানান। খবর পেয়ে আশুগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশের ডান পা কাটা ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর।স
পরে ঘটনাস্থল থেকে সামান্য দূরে উপজেলার যাত্রাপুর কেভিন মসজিদের উত্তরপাশে নতুন রেললাইনের ওপর গলা কাটা আরেক অজ্ঞাত ব্যক্তির (২৫) লাশের সন্ধান পায় পুলিশ। স্থানীয় লোকজনের ধারণা, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন তাঁরা। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সালাহ উদ্দিন খান বলেন, লাশ দুটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।