ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে শ্রাবণ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বড়তলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া তরুণ জেলা শহরের মধ্যপাড়ার শান্তিবাগ মহল্লার রাকিব মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সালাউদ্দিন খান নোমান জানান, শ্রাবণ একটি জুতার দোকানে চাকরি করতেন। সকালে তিন বন্ধু আবির, তৌফিক ও নিশাতের সঙ্গে ঘুরতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনযোগে আশুগঞ্জে যান। দুপুরে তারা চার জন ঢাকা থেকে চট্টগ্রামগামী লোকাল ট্রেন কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন।
তিনি আরও জানান, আশুগঞ্জ থেকে ফেরার পথে দরজায় দাঁড়িয়ে থাকা শ্রাবণ চলন্ত ট্রেন থেকে পা পিছলে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।