ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫২ বোতল ফেন্সিডিল ও ১৫০০ পিস ইয়াবা’সহ মোঃ হাসান মিয়া(৪০) নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
হাসান মিয়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খারকুট গ্রামের আব্দুল ছাত্তার এর ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ ফেব্রুয়ারি রাত ১০:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ হাসান মিয়াকে আটক করা হয় করেন। এসময় তার কাছ থেকে ৫২ বোতল ফেন্সিডিল ও ১৫০০ পিস ইয়াবা, মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৫৫০০/- টাকা এবং ভারতীয় ১০৬৫ রুপি উদ্ধার করে জব্দ করা হয়।
আটক হাসান মিয়া দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।